1
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন।
সবার ঈদ কেমন কাটলো। দীর্ঘ এক মাস রমজানের পর ঈদ আনন্দ। এবারের ঈদ পুরোপুরি ভিন্ন। নেই ইদগাহ মাঠে নামাজ, নেই কোলাকুলি। নেই বন্ধুদের সাথে আড্ডা। নেই আত্মীয় সজনদের মধ্যে আত্মীয়তা।
হয়ে গেলো ভার্চ্যুয়াল ঈদ। এরেই মাঝে আমাদের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে চলেছে। আজকে একদিনে সর্বোচ্চ সনাক্ত হয়েছে। ২৫২৩ জন সনাক্ত যা প্রতিদিনেই নতুন রেকর্ড গরছে। মৃত্যুও বসে নেই। আজ ২৩ জনের মৃত্যু। এভাবেই প্রতিদিন বাড়তে চলেছে আমাদের করোনা মহামারি।
এর পরেও আমাদের সব কিছু খুলে দেওয়া হচ্ছে। লক ডাউন তুলে নেওয়া হচ্ছে। হাট বাজার অফিস সব কিছুই স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। জানি না সামনে কি হতে চলেছে।
সবাই খুব আতংকে আছি আমরা। আমাদের সবার জন্য দোয়া করবেন।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account