15
আসসালামুআলাইকুম বন্ধুরা।কেমন আছেন সবাই।আশা করি সকলেই ভাল।আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে।
বন্ধুরা পৃথিবীতে যখন মহামারী করোনাভাইরাস আঘাত হানে তখন আমরা খুবই উদ্বিগ্নের মধ্যে দিন কাটিয়েছি।দীর্ঘদিন লকডাউনের মধ্যে আমরা নিজ নিজ দেশে দিন কাটিয়েছি।যেমন আমরা আমাদের বাংলাদেশে দীর্ঘদিন লকডাউনের মধ্যে দিন কাটিয়েছি, খুবই অসহায় এর মতো হয়রানি হয়েছি।তখন আমরা দেখতাম উন্নত দেশগুলো ভ্যাকসিন তৈরি করার জন্য গবেষণা চালাচ্ছে, তখন আমি এবং আমরা অনেকেই ভাবতাম এই ভ্যাকসিন কি আমাদের দেশে আমরা আদৌ পাবো কিমবা পাওয়ার সম্ভাবনা আছে কি।অপেক্ষা করছি কখন এই মহামারী ধ্বংসের ভ্যাকসিন বের হবে।
অতঃপর 2021 সালে যখন আমরা ভ্যাকসিন পেলাম আমাদের মধ্যে প্রায় অনেক মানুষের মধ্যে এই ভ্যাকসিন নিতে অনীহা দেখা দিয়েছে।আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ পেপারে দেখেছি প্রায় মানুষই ভ্যাকসিন নিতে চাচ্ছেনা, তর্ক-বিতর্ক চলছে।এটা নিলে নাকি শরীরে বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া দেখা যায় এবং পার্শ্ববর্তী দেশে মানুষ মারাও গিয়েছে এই ভ্যাকসিন গ্রহণ করে এরকম শুনেছি।যার কারণে প্রায় মানুষ শরীরে ভ্যাকসিনটি পুষ করতে ভয় পাচ্ছে।দেখেন এক সময় আমরা এই ভ্যাকসিনের অপেক্ষায় থাকতাম, আমি নিজেও অপেক্ষায় থাকতাম।আর এখন হাতের কাছে পেয়েও নিতে চাচ্ছি না।এখন ফ্রিতে দেওয়া হচ্ছে আমার শহরে আমি দেখেছি তবু আমি নিতে পারতেছিনা, এখানে আমাদের পরিবারের সদস্যদেরও দ্বিমত রয়েছে।তো বন্ধুরা এই ভ্যাকসিন গ্রহণের বিষয়ে আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাতে পারেন।আর এই বিষয়ে আমি বিশেষভাবে প্রশ্ন রাখতে চাই ডাক্তার @hafiz34 ভাই এর কাছে, কারণ সম্প্রতি আমি উনার কিছু ভিডিও দেখেছি অনেক ভাল সাজেশন দিয়ে থাকেন, কারণ উনি একজন ডাক্তার।তাই উনার কাছে একটি মতামত জানতে চাই এ বিষয়ে।আশা করি হাফিজ ভাই ভাল একটি মতামত দিবেন।এ বিষয়ে আমি ভিডিওতে আরো বিস্তারিত বলেছি।আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে আমার কথাগুলো বুঝতে পারবেন।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account