32
কয়েক দিন পূর্বে একটা ভিডিও দেখেছিলাম হাফিজ ভাই কাছ হতে, তিনি সেখানে ওমান এর ফার্মেসি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেস্টা করেছেন। আসলে আমরা যখন বিশ্বের অন্যান্য দেশের নানা ব্যবস্থাপনা এবং নিয়ম নীতি সম্পর্কে শুনি, তখন অনেক সময় আমাদের নিজেদের ব্যবস্থাপনার সাথে তুলনা করে খারাপ লাগে।
আজকের ভিডিওটিতে আমি আমার নিজেদের অবস্থান উপস্থাপন করার চেষ্টা করেছি নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে। আমি সেই অভিজ্ঞতার কথা বলে বুঝানোর চেষ্টা করেছি প্রকৃত অবস্থা কি এবং এর পিছনে কাদের অবদান বেশী, আমাদের বর্তমান অবস্থান তৈরীর পিছনে। ভিডিওটি দেখার পরে এ বিষয়ে অনেক কিছুই আপনার নিকট পরিস্কার হয়ে যাবে।
I saw a video a few days ago from @hafiz34 Bhai, he tried to give details about the pharmacy management in Oman. In fact, when we hear about the management and rules of other countries in the world, we often feel bad compared to our own management.
In today's video I have tried to present my own position by sharing an experience of my own. I have tried to explain from that experience what the real situation is and who contributed more behind it, behind making our current position. After watching the video, a lot of things will become clear to you.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account