There must be limits to arrogance and flexibility/অহংকার ও নমনীয়তার সীমা থাকতে হবে।

10

  • 25
  • 0
  • 5.988
  • Reply

  • Open in the desktop app ADD TO PLAYLIST

    tsfungame

    Published on Jan 03, 2021
    About :

    Assalamualaikum friends how are you all I hope everyone is well and healthy. I am also fine with your prayers. I will share the words, I hope you will like it. Let's enjoy my video. Neither arrogance nor humility is extremely beneficial. Excessive use of these causes problems in every aspect of life. Humans are blood flesh animals. Man's simple religion is to express himself. However, every job has some rules and regulations. People have to abide by these. And if you don't follow these rules, you have to face problems. It is normal for the arrogant to fall. The arrogant person destroys himself and also harms the society. Human life is not a flower bed. He has to struggle to survive in the world. Man is successful in any work through his labor and talent. A kind of ego works in winning people. There will be moderate arrogance in people. Sometimes this egoism becomes so intense that people in the society move away from it. As a result, he lost his popularity due to excessive exaggeration. In society we see another class of people who show too much flexibility or humility. They consider themselves too small or insignificant. Such a person cannot decide on any task. This class of people does not get due respect in the society. The result of being overly arrogant is destruction. Again, it is inappropriate to think of oneself as extremely humble or insignificant. Charles Darwin said, "Only those who are worthy of the war of life survive." So we have to keep pace with the environment. It has to be done in the place where all the manners are required. Many countries of the world have been destroyed due to their excessive arrogance and power grab. Again many nations have lost their freedom to feel inferior or insignificant. When we look at nature, we see beautiful examples. Trees that are too big can be broken by a small storm. Again, the trees are very small and they are eaten by various herbivores. As a result, the trees do not develop anymore. Therefore, there is a need to have different behaviors depending on the time, place and vessel.

    As human beings we will naturally have egoism and flexibility. However, we need to be aware that they do not become the cause of destruction beyond the limits. So far today. If there is any mistake in my words, everyone will look at it with forgiveness./
    আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।কথা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমার ভিডিওটা আপনারা উপভোগ করুন। অহংকার এবং নম্রতা কোনোটিই অতিমাত্রায় মঙ্গলজনক নয়। এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়। মানুষ রক্ত মাংসের প্রাণী। মানুষের সহজ ধর্ম হলো নিজেকে প্রকাশ করা। তবে প্রতিটি কাজেরই কিছু নিয়ম-কানুন থাকে। এগুলো মানুষকে মেনে চলতে হয়। আর এই নিয়ম-কানুনগুলো না মেনে চললেই সমস্যার সম্মুখীন হতে হয়। অহংকারীর পতন হবে এটাই স্বাভাবিক। অহংকারী ব্যক্তি নিজে ধ্বংস হয় এবং সমাজেরও ক্ষতি মাধন করে। মানবজীবন পুষ্পশয্যা নয়। তাকে সংগ্রাম করেই পৃথিবীতে টিকে থাকতে হয়। মানুষ তার শ্রম ও মেধার মাধ্যমে কোনো কাজে বিজয়ী হয়। বিজয়ী মানুষের মধ্যে এক ধরণের অহংবোধ কাজ করে। মানুষের মধ্যে পরিমিত অহংকারবোধ থাকবে। কখনো কখনো এই অহংবোধ এত তীব্র হয়ে ওঠে যে সমাজের মানুষ তার নিকট থেকে দূরে চলে যায়। ফলে অতিমাত্রায় বাড়াবাড়ির জন্য সে তার জনপ্রিয়তা হারিয়ে ফেলে। সমাজে আমরা আর এক শ্রেণির লোক দেখতে পাই যারা খুব বেশি নমনীয়তা বা নম্রতা দেখায়। তারা নিজেদের খুব ছোট বা তুচ্ছ মনে করে। এ ধরণের লোক কোনো কাজে সিদ্ধান্ত নিতে পারে না। সমাজের নিকট এই শ্রেণির লোকেরাও উপযুক্ত সম্মান পায় না। অতিরিক্ত অহংকারী হওয়ার ফল ধ্বংস। আবার নিজেকে মাত্রাতিরিক্ত নম্র বা তুচ্ছ ভাবাটাও অনুচিত। চার্লস ডারউইন বলেছেন- “জীবন যুদ্ধে যোগ্যরাই টিকে থাকে।” তাই আমাদের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যে জায়গায় যে সব আচার-ব্যবহার প্রয়োজন সে জায়গায় তাই করতে হবে। পৃথিবীর অনেক দেশ তাদের অতিমাত্রায় অহংকার ও ক্ষমতার দাপটের কারণে ধ্বংস হয়েছে। আবার অনেক জাতি তাদের হীন বা তুচ্ছ মনে করার জন্যে তাদের স্বাধীনতা হারিয়েছে। প্রকৃতির দিকে তাকালে আমরা সুন্দর উদাহরণ দেখতে পাই। যে গাছগুলো বেশি বড় হয় সেগুলো অল্প ঝড়েই ভেঙে যায়। আবার সে গাছগুলো খুব ছোট সে গুলো বিভিন্ন তৃণভোজী প্রাণী খেয়ে ফেলে। ফলে গাছগুলোর আর বিকাশ ঘটে না। তাই স্থান-কাল ও পাত্র ভেদে আচার-ব্যবহারের ভিন্নতা থাকা প্রয়োজন।

    মানুষ হিসেবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে অহংবোধ এবং নমনীয়তা থাকবে। তবে সেগুলো যেন সীমা অতিক্রম করে ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায় এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আজ এ পর্যন্তই। আমার কথার মধ্য কোন ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    Tags :

    life arrogance flexibility vlog r2cornell

    Woo! This creator can upvote comments using 3speak's stake today because they are a top performing creator! Leave a quality comment relating to their content and you could receive an upvote worth at least a dollar.

    Their limit for today is $0!
    Comments:
    Time until tsfungame can give away $0 to their commenters.
    0 Days 0 Hours 0 Minutes 0 Seconds
    Reply:

    To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account

    06:40
    154 views 3 years ago $

    More Videos

    00:28
    12 views 2 months ago $
    05:50
    9 views 2 years ago $