2
This is another new song that is played for the kids song by a kid in Bengali. The singer is my another nephew, her name is Afra. I hoped to capture this video song for the recreation of the Bengali kids.
Because you know most of the parents of this time are tensed of looking for some good contents at internet world for the recreation of their babies. But there are only few good recreation contents are hardly found in the internet world.
এসময়ের অনেক বাবা-মা তাদের ছোট শিশুদেরকে নিয়ে অনেক চিন্তিত থাকেন.. বিশেষ করে সুস্থ বিনোদনের বিষয়ে তারা সর্বদা ব্যতিব্যস্ত থাকেন।
যেহেতু বর্তমান উন্নত তথ্য প্রযুক্তির এই যুগে অবাধ তথ্য প্রবাহ সর্বত্র, ফলে শিশুদের একটা দীর্ঘ সময় পার করে স্মার্টফোন অথবা ইন্টারনেটে। এর ভালো মন্দ দুটি দিকই আছে। এর একটি মারাত্মক ধ্বংসাত্মক দিক হলো- শিশুরা সেখানে কিছু আজেবাজে এবং নিম্নমানের ভিডিও দেখে। এগুলো তাদের সামাজিকীকরণ এবং মনোবিকাশে বাধাগ্রস্ত করে এবং তাদের মধ্যে নৈতিক অবক্ষয় ও সৃষ্টি করে।
কিন্তু দুঃখের বিষয় ইন্টারনেটে তাদের জন্য ভাল কনটেন্ট এর বড়ই অভাব। বিশেষ করে সৃজনশীল এবং বাংলাদেশের ভিডিও খুবই কম।
শিশুদের মানসিক বিকাশে বিভিন্ন ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি ছোটবেলা থেকে ছোট বাচ্চাদেরকে বিভিন্ন রকম রুচিশীল গান কবিতা ইত্যাদি সুস্থ বিনোদনের মাধ্যম এর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তবে তারা সহজেই সুস্থ ও মননশীল ধারায় বেড়ে উঠতে পারবে।
এ কারণে গত কিছুদিন ধরে আমি ধারাবাহিকভাবে কিছু সুস্থ ধারার শিশু শিল্পীদের গাওয়া শিশুদের উপযোগী সংগীত আপনাদের জন্য পরিবেশন করছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখবেন- একটি সুন্দর মননশীল শিশু সংগীত: পারবি নে তুই রাখতে...
আশা করি আপনার বাচ্চাদের এই ধরনের ভালো ভালো সংগীত নিয়মিত শোনাবেন তাদেরকে গাইতে উৎসাহ প্রদান করবেন।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account