6
আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। এখন বড়ই এর মৌসুম আর বরই ভর্তা সাধারণত কমবেশি সবাই খুব পছন্দ করে থাকেন। তাই আজ আমি শেয়ার করছি জিভে জল আনা দেশি কাঁচা পাকা বরই এর মজাদার ভর্তা রেসিপি।
আশা করি এই মজাদার খাবারের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।
উপকরণঃ
টক বড়ই প্রয়োজন মতো.
ধনেপাতা.
কাঁচা মরিচ.
লবণ.
চিনি.
সরিষার তেল.
এখানে উপকরণগুলো কতটুকু পরিমান লাগবে তা আসলে আপনাদের স্বাদের উপর নির্ভর করে।
কে কেমন ঝাল মিষ্টি টক খেতে চান সে অনুযায়ী দিয়ে নেবেন উপকরণগুলো।
সবাই ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account