76
আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুজি ডিম ও আলু দিয়ে মজাদার নাস্তা তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমরা জেনে নেব রেসিপিটি তৈরি করতে যা যা লেগেছে
১.সুজি
২.আলু
৩.ডিম
৪.আটা
৫. গোলমরিচের গুড়া
৬. শুকনা মরিচের গুড়া
৭. লবণ
প্রস্তুত প্রণালী
নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা আলু সিদ্ধ করে নিব তারপরে একটা বলের ভিতরে দিয়ে দিব হাফ কাপ সুজি একটা ডিম ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ টেলে নেওয়া শুকনা মরিচ গুড়া সবকিছু দিয়ে মিশিয়ে নিব তারপরে কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে তুলে সিদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দিব তারপরে আবারো হাফ কাপ আটা দিয়ে অল্প অল্প করে একটা শক্ত ডো তৈরি করে নিব তারপরে হাত দিয়ে লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নাস্তার শেপ দিয়ে দিব তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে নাস্তা গুলোকে ভেজে নিব তো তৈরি হয়ে গেল আলু সুজি ডিমের মজাদার নাস্তা আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account