95
রান্না করার বিষয়ে আমি খুব দক্ষ না, কিন্তু তবুও আমি প্রায় সময় আমাদের দেশের নানা আইটেম নিয়ে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। কারন সত্যি বলতে আমি রান্না বিষয়টি বেশ উপভোগ করি। কারন রান্না সময় আমার স্ত্রী আমার পাশে থাকেন এবং সকল কিছু দেখেন। অবশ্য মাঝে মাঝে সে আমার রান্না নিয়ে বেশ হাঁসেন, যখন আমি ভুল কিছু করে ফেলি।
আসলে যে বিষয়গুলোতে উপভোগ করার সুযোগ থাকে, সে বিষয়গুলো বার বার করতে মনে আগ্রহ তৈরী হয়। আর এই কারনে আমি সুযোগ পেলেই রান্না বিষয়টি নিয়ে উপভোগ করি। আজকের ভিডিওটির মাধ্যমে আরো একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। চলুন ভিডিওটি দেখি, যদিও এই রেসিপিটি শীতকালে বেশী জনপ্রিয়।
I'm not very good at cooking, but I still try to share recipes with different items from our country. To be honest I quite enjoy cooking. Because of during cooking my wife stays by my side and watches everything. Of course sometimes he laughs a lot at my cooking, when I do something wrong.
In fact, there is an interest in doing things over and over again. And for this reason, I enjoy cooking whenever I get a chance. I have shared another wonderful recipe with you through today's video. Let's watch the video, although this recipe is more popular in winter.
Thanks all for watching.
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account