5
HTN বা উচ্চ রক্তচাপ (হাই প্রেশার বললেই সবাই বুঝে) খুবই পরিচিত একটা রোগ। একটু বয়স্ক যারা, মোটামুটি বেশীরভাগ লোকই এই রোগে আক্রান্ত। আজকাল কম বয়সের লোকের মাঝেও HTN পাওয়া যাচ্ছে। ঠিকঠাক নিয়ন্ত্রণ না করলে, উচ্চ রক্তচাপ এর জটিলতায় অনেক রোগী মারাও যেতে পারে।
আলহামদুলিল্লাহ! HTN, করোনা ভাইরাসের মত না। অর্থাৎ HTN বা উচ্চ রক্তচাপের চিকিৎসা আছে। সঠিক ভাবে চিকিৎসা নিলে এবং কিছু পরামর্শ মেলে চললে প্রেশার কন্ট্রোল এ রাখা সম্ভব, এবং কন্ট্রোলে রাখাটাই জরুরি। সাধারণত, প্রেশারের ওষুধ খেয়েই এটা কন্ট্রোল এ থাকে। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক রোগী আছেন যাদেরকে ওষুধ খেতে বলা হলেও নিয়মিত ওষুধ খায় না। আজকের এই ভিডিও আমি এ ব্যাপারে কথা বলেছি।
আশা করি এই ভিডিওএর তথ্যের মাধ্যমে কারোও না কারো উপকার হবে ইনশাআল্লাহ।
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account