3
হেলো বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন । সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা । অনেক দিন পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি সাথে একটু নতুন ভিডিও নিয়ে আশা করি এই শর্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে ।
সম্প্রতি আমি গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয় এবং দর্শনীয় স্থান বান্দরবান জেলার থানচিতে অবস্থিত নাফাখুম জলপ্রপাত দেখতে । নাফাখুম জলপ্রপাত যাওয়ার সময় আমরা বান্দরবন জেলার আরেক সুন্দর পাহাড় ডিম পাহাড় ও ঘুরে আসলাম । চান্দের গাড়ি করে ডিম পাহাড়ের উচু নিচু সড়কের সৌন্দর্য্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম থানচিতে । থানচি থেকে নৌকা যোগে আমরা রেমাক্রি গিয়ে এরপর বাকি পথ পাহাড়ি নদীর ঝিরিপথ দিয়ে হেটে হেটে চলে যাই চোখ জুরানো সেই নাফাখুমে । নাফাখুম পাড়াতে রাত্রিযাপন আর আড্ডা গানে দারুন সময় কেটেছে আমাদের। চলুন ভিডিওটা দেখে উপভোগ করা যাক আমাদের জার্নিটা........
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account