0
প্রথমত এটা বলে রাখা ভালো যে এই পোস্টটা ব্যস্ততার কারণে তিনদিন পরে আপনাদের মাঝে শেয়ার করছি। এই তিনদিন আমি ব্যস্ত ছিলাম এবং ব্যস্ততার কারণে এই পোস্টটা লেখার সময় হয়ে উঠেছিল না। তাই আজকে আমি আপনাদের মাঝে এই পোস্টটা শেয়ার করেছি।
১৯৭২ সাল থেকে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস পালন করা হয়। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর কারণে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত। তাই প্রতিবছর এই দিনটা উদযাপন করা হয় এবং বিজয় দিবস হিসেবে পালিত হয়।
যারা যুদ্ধে মারা গিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই দিনটি পালন করা হয় এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিগণ। প্রতিটা জেলায় আলাদা আলাদাভাবে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
আমি যেই জেলায় বসবাস করি সেখানেও আয়োজন করা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের এবং আমি আজকে আপনাদের মাঝে সেই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও শেয়ার করব। আমার এলাকায় সবচেয়ে বড় অনুষ্ঠানটি যেই মাঠে হয়েছিল সেই মাঠটির নাম রেলের মাঠ।
খুব ভোরে উঠে এই মাঠে গিয়েছিলাম এবং মাঠে গিয়ে দেখতে পেলাম অনেক স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীরা এসেছে এবং মাঠে প্রচুর ভিড় রয়েছে। তখন দেখতে পেলাম স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হচ্ছে। তারপর আমি বাড়ি ফিরে আসলাম এবং বিকেলের দিকে আবারও সেই মাঠে গেলাম। বিকেলেও বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিল এবং অনেক ভিড় ছিল। সন্ধ্যার দিক থেকে শুরু হয় দেশাত্মবোধক বিভিন্ন গানের অনুষ্ঠান। আমি সেখানে দাঁড়িয়ে কয়েকটা গান শুনি এবং একটা গান আমার মোবাইল দিয়ে ভিডিও করি। সেই গানের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং অনুষ্ঠানের কিছু ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এভাবেই প্রতিবছর অনুষ্ঠিত হয় 16 ডিসেম্বর।
PHOTOGRAPHY DETAILS | |
---|---|
Camera | MOBILE |
Model | Vivo V20 |
Category | Photography |
Location | BANGLADESH |
Editing | Snapseed app |
Comments:
Reply:
To comment on this video please connect a HIVE account to your profile: Connect HIVE Account